
আমাদের মাতৃভূমি এতো সুন্দর এটি সেন্টমার্টিন দ্বীপে না আসলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না।
একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশের মানুষ একবার নয় বার বার সেন্টমার্টিন দ্বীপ ভ্রমনে যায়।
যারা মূলত রিলাক্স ট্রীপ পছন্দ করেন, তাদের জন্য সেন্টমার্টিন এর বিকল্প আর কিছুই হতে পারেনা।
সেন্টমার্টিন কিভাবে ভ্রমন করবেন?
▪সন্ধ্যা ৬ টা থেকে ০৮ টার মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার এর যেকোনো বাসে উঠে কক্সবাজার ডলফিন মোরে নামতে হবে।সকাল ৬ টায় নামিয়ে দিবে।
▪ডলফিন মোর থেকে সি এন জি, অটো রিক্সা, মিনি বাসে করে চলে আসতে হবে ইনানী ঘাট।মাত্র ৪০ মিনিটের রাস্তা। এখানে এসে সকালের নাস্তা সেরে নিতে পারেন।
▪ইনানী নেভী জেটি ঘাট থেকে সকাল ৯ টায় সেন্টমার্টিন এর উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দেয় তাই কোনোভাবেই সময় নষ্ট করা যাবেনা।মনে রাখবেন জাহাজ একবার ছেড়ে দিলে সেটিতে আর উঠার কোনো উপায় নেই এবং টিকেট রিফান্ড করবে না।
▪দুপুর ১ টায় জাহাজ সেন্টমার্টিন ঘাটে পৌছায়।
ঘাট থেকে নামলেই রিসোর্ট /হোটেল দেখতে পারবেন।
তবে ভালো হোটেল অগ্রিম বুকিং করে আশাই উত্তম।কারন এতো হেটে হেটে রিসোর্ট নিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং ভালো হোটেল পাবেন না।
▪রিসোর্ট বুকিং করা থাকলে ঘাট থেকে রিক্সা নিয়ে বা হেটেই যেতে পারবেন রিসোর্ট এ৷
▪প্রতিটা রিসোর্ট এর পাশেই খাবার হোটেল পাবেন।এবং অধিকাংশ রিসোর্ট এর নিজস্ব রেষ্টুরেন্ট সুবিধা আছে তাই অগ্রিম অর্ডার করে রাখলে আপনার দুপুরের খাবার প্রস্তুত থাকবে।

▪দুপুরে সমুদ্রে ঝাপাঝাপি করতে পারেন এবং বিকালে অবশ্যই পশ্চিম বীচে ঘুরবেন।পশ্চিম বীচ থেকে সুর্যাস্ত দেখাটা অনেকের প্রিয়।এক্ষেত্রে চেষ্টা করবেন পশ্চিম বীচের আশেপাশে রিসোর্ট বুকিং করার।কারন যে একবার সেন্টমার্টিন ভ্রমন করে সে পশ্চিম বীচ ছাড়া রিসোর্ট বুকিং করেনা।
▪রাতে বারবিকিউ টেস্ট নিবেন।মুরগী ও মাছ বারবিকিউ হয় এক্ষেত্রে মাছ অবশ্যই প্রাধান্য দিবেন।
অনেক সময় বীচের পাড় বা বাজারের খাবার নিয়ে অভিযোগ জানায় অনেকে,তাই চেষ্টা করবেন রিসোর্ট এর নিজস্ব রেষ্টুরেন্ট এ বারবিকিউ করার।
▪সকালে ছেড়াদ্বীপ ভ্রমন করতে পারেন।এক্ষেত্রে ফজরের পর পর হলে আরো ভালো।অনেকেই বিকাল টাইমে ছেড়াদ্বীপ ভ্রমন করেন।বর্তমানে সাইকেল,বাইক,অটো রিক্সা,ট্রলার ইত্যাদি মাধ্যেমে ছেড়াদ্বীপ ভ্রমন করা যায়।
▪অবশ্যই লক্ষ রাখবেন আপনার মাধ্যেমে যেনো পরিবেশের ক্ষতি না হয়।
▪বিকাল ৩ টায় জাহাজ সেন্টমার্টিন ঘাট থেকে ছেড়ে আসে এবং সন্ধ্যা ৭ টায় কক্সবাজার ইনানী ঘাটে পৌছায়।
▪রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত কক্সবাজার টু ঢাকা বাস পাবেন ডলফিন মোরে।এক্ষেত্রে বাসের টিকেট, শিপের টিকেট এগুলাও অগ্রিম বুকিং করে রাখলে ভালো সিট পাবেন।
✔আপনার ভ্রমন নিরাপদ হোক 💚
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.